শ্রীমঙ্গলে ২দিন ব্যাপি আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ব্যাংক এশিয়ার সিলেট ও চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন।

শুক্রবার(২৫ অক্টোবর) রাতে শ্রীমঙ্গলের ব্র‍্যাক লার্নিং সেন্টারে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
শনিবার সকালে ব্যাংক এশিয়ার ১৫টি জেলা শাখার ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের বিভিন্ন বিষয়াদি সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জিয়াউল হাসান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের হ্যাড অফ চ্যানেল ব্যাংকিং সরকার আক্তার হামিদ, হ্যাড অব ফাইনান্সিয়াল ইনক্লুশন ডির্পাটমেন্ট মোঃ জাকির হোসেন ভূঁইয়া, চীফ ট্যাকনিকাল অফিসার সাইফুল ইসলাম, ডেপুটি হ্যাড ফাইনান্সিয়াল ইনক্লুশন ডির্পাটমেন্ট মোঃশিহাবুল আলম, সিলেট ও চিটাগাং ডিভিশন এর রিজিওনাল হ্যাড সঞ্জয় কুমার রায়।