ফাইল ছবি                                       
                                        
                                    ধলাই ডেস্ক: সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। একই সঙ্গে হামলায় প্ররোচনার অভিযোগে এক বক্তাকেও গ্রেফতার করা হয়।
বক্তার নাম আলী হাসান ওসামা। তাকে রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার আরেকজনের নাম এখনো জানা যায়নি।
তিনি বলেন, আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনসার আল ইসলামের এই সদস্য কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিল।
এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
		
