ধলাই ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই দুই বাড়ি থেকে ৩১ ভরি স্বর্ণালংকার, ২৪ ভরি রুপার গহনা, নগদ ১২ লাখ ৫৭ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এরমধ্যে এক বাড়িতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া গ্রামের চান মিয়া ও মারুফের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় লুবনা আক্তার নামের এক নারী মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন লিজা আক্তার ও আব্দুল্লাহ বলেন, কে বা কারা আমাদের বাড়িতে গিয়ে খাবারে চেতনানাশক ওষুধ দিয়েছেন তা আমরা জানি না। বিষয়টি পরিকল্পিত। ১৭ বছর আগে একইভাবে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলেও তারা জানান।
মহেড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, চোরের দল পরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ জানান, অভিযোগ পাওয়ার পর ওই বাড়ি দুটি পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।