সব মাদরাসায় নামফলক ঝোলানোর নির্দেশ

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

শিক্ষা ডেস্ক: দেশের অধিকাংশ মাদরাসা ভবনে নাম-ঠিকানা সম্বলিত কোনো সাইনবোর্ড (নামফলক) নেই। এছাড়াও রাস্তার পাশে ও দৃশ্যমান স্থানে দিক-নির্দেশক চিহ্ন না থাকায় মাদরাসাগুলোর অবস্থান জানতে বা পরিদর্শনে সমস্যা হয়। যে কারণে এসব মাদরাসায় নাম-ঠিকানাসহ সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মে) মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

একারণে দেশের সব কামিল/ফাজিল/আলিম/দাখিল/এবতেদায়ী মাদরাসার মূলভবন ও প্রবেশপথে নাম-ঠিকানা সম্বলিত সাইনবোর্ড ঝোলাতে বলা হয়েছে। একইসঙ্গে বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিক-নির্দেশক চিহ্নসহ মাদরাসার নাম-ঠিকানা সম্বলিত সাইনবোর্ড স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।