ধলাই ডেস্ক: কক্সবাজারের হোটেল-মোটেল জোন সংলগ্ন সুগন্ধা সমুদ্র সৈকতের ধারের একটি পানের দোকান থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাব। এ সময় মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ জুবায়ের নামে দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তাদের আটক করা হয়। ঐ সময় ৫৮ বোতল বিদেশি মদ ও ২৪টি বিয়ার উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।