সময়টা মোটেও ভালো যাচ্ছে না মেসির

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
ছবি- সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ( কনমেবলকে) দুর্নীতিগ্রস্ত বলায় কিছুদিন আগে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

এমন দুঃসময়ে নতুন মৌসুম শুরুর আগে চোটে পড়েছেন সেরা এই ফুটবলার। এ অবস্থায় বলাই যায়, সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিওনেল মেসির।

আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে খেলার পর লম্বা ছুটি কাটিয়ে ক্লাবে যোগ দিয়েছেন মেসি। অবসর কাটিয়ে বার্সেলোনায় ফিরেই চোটকে সঙ্গী করেছেন তিনি।

সোমবার বার্সার অনুশীলেন যোগ দেওয়ার পর ডান পায়ে অস্বস্তি বোধ করেন তিনি। পরবর্তীতে পরীক্ষা করে জানা গেছে গোড়ালিতে গ্রেড ওয়ানের চোট পেয়েছেন তিনি।

সদ্য পাওয়া এ চোটের কারণে বার্সেলোনার হয়ে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া হয়নি তার। ফলে সেখানে প্রীতি ম্যাচে বার্সেলোনা সুপারস্টারকে দেখতে পাবে না ভক্তরা। আপাতত বার্সেলোনায় ডাক্তারদের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি।

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কনমেবলকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন তিনি। এ অপরাধের জন্য তাকে আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ করে কনমেবল।

এই সময়ে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না এই বার্সা তারকা। এ সঙ্গে শাস্তি স্বরূপ ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে আর্জেন্টিনার এই অধিনায়ককে।