সরকারি আউটসোর্সিং কর্মীদের অবরোধ প্রত্যাহার

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
সংগৃহীত

ধলাই ডেস্ক: দাবি পূরণে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা।

শনিবার বিকেলে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৭ হাজার আউটসোর্সিং কর্মচারী শাহবাগ অবরোধ করেন। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পেছনে সরে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টার দফতর থেকে কোনো প্রতিনিধি না এলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।