ধলাই ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঐ উপজেলার তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- একই উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী, তার চাচাতো ভাইয়ের মেয়ে স্নেহা আক্তার, ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া। নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মুন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলী চৌধুরীর ছেলে টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ের দিন ধার্য ছিলো। দুপুরের পর টুটুলের সঙ্গে বরযাত্রী হন মৃতরা। দুপুরে খাওয়ারের পর তরফপুর গ্রামের মজনু মিয়ার বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী কানু মিয়ার নৌকাযোগে স্থানীয় বুইড়া বিল পাড়ি দেন।
দ্বিতীয়বার শিশু ও নারীসহ ৭-৮ জন ঐ নৌকায় বিল পাড়ি দেওয়ার জন্য ওঠে। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে একটি বিশাল সাপ দেখে ভয়ে চিৎকার করে নৌকায় হুড়োহুড়ি শুরু করেন। এক পর্যায়ে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকাটি হেলেদুলে পানিতে ডুবে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠলেও ঐ তিনজন ডুবে যান। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কনেকে রেখে বরসহ তার সঙ্গীরা ফিরে আসেন। বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
বর টুটুল চৌধুরী বলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।