খেলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশীপে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আরেক দল ভারত। রোববার হবে বাংলাদেশ-ভারত ফাইনাল।
ফাইনালে ভারত বলেই বাংলাদেশের ভয়টা একটু বেশি। কারণ সাম্প্রতিক সময়ে এই ভারতের কাছে ফুটবল কিংবা ক্রিকেট সব ফাইনালেই বাংলাদেশ হেরে গেছে। এবার কী বাংলাদেশের কিশোররা পারবে সেই আক্ষেপ ঘোচাতে?
বাংলাদেশ ও ভারত টুর্নামেন্টে একই গ্রুপে ছিল। গ্রুপ পর্বের লড়াইয়ে গোলশূন্য ড্র হয়েছিল দুই দেশের ম্যাচটি। গ্রুপ পর্ব শেষে দুই দলের পয়েন্ট হয় সমান-৪। গোল ব্যবধানও সমান+৩। মুখোমুখি লড়াইও গোলশূন্য ড্র। এ অবস্থা থেকে গ্রুপ চ্যাম্পিয়ন বেছে নিতে আয়োজকেরা লটারির আশ্রয় নেন। ভাগ্যপরীক্ষায় ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ।
নকআউট পর্বে এসেও দুই দলের ভাগ্য কাকতালীয়ভাবে মিলে যায়। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।