সিত্রাংয়ের প্রভাবে সেন্টমার্টিনে ১৩ ট্রলারডুবি

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২
ফাইল ছবি

ধলাই ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উচ্চ জোয়ারে উপকূলে ১৩টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে উপকূলের পশ্চিম-পূর্ব সৈকতের তীরে এ ঘটনা ঘটে।

এ সময় উপড়ে গেছে বেশ কিছু গাছপালা। ডুবে যাওয়া ১৩ ট্রলারের মধ্যে ৭টি ভেঙে গেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উচ্চ জোয়ারের তোড়ে দুপুর ১২টার দিকে উপকূলের পশ্চিম-পূর্ব সৈকতের তীরে ১৩টি মাছধরার ট্রলার ডুবে যায়। ১৩ ট্রলারের মধ্যে ৭টি ভেঙে গেছে।

এদিকে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে আগামী ৪৮ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে। চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানান আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক ছানাউল হক মণ্ডল।