ধলাই ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের শাহজাহানের ছেলে অটোচালক কালন, একই উপজেলার মৃত মছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন ও মাইক্রবাস চালক ঢাকার হেমায়েতপুরের আবু তাহের। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ভুঁইয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের ডানপাশের চাকা ফেটে সিলেটগামী অটোরিকশা সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে।