সিলেটে ‘বর্ণমালার মিছিলে’ ভাষার মাস বরণ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: সিলেটে প্রতিবারের মতো এবারও ‘বর্ণমালার মিছিলে’ মহান ভাষার মাসকে বরণ করেছে সম্মিলিত নাট্য পরিষদ। সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণমালার মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন নিয়ে সিলেটের সংস্কৃতিকর্মীরা মিছিলে অংশ নেন। পরে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শহীদ মিনারে নৃত্যালেখ্য পরিবেশন করেন শিল্পীরা। নৃত্যের মাধ্যমে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়।

এ সময় বক্তারা বলেন- সিলেট সম্মিলিত নাট্য পরিষদ বিগত ৩৬ বছর ধরে ভাষা ও নাট্য-সংষ্কৃতি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষার মাসকে বরণ করতে বর্ণমালার মিছিলটি তাদের সেই নাট্য-সংষ্কৃতি আন্দোলনের একটি অংশ। আর তাদের চাওয়া ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া।

আর ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন ইতিহাস-ঐতিহ্যকে লালন করতে শেখে, মাতৃভাষাকে ভালোবাসতে শেখে এমন প্রত্যাশা আয়োজকদের।