ধলাই ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে বহিরাগতদের মারধরের ঘটনায় সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।
সোমবার রাত ৯টা থেকে সড়ক অবরোধ করে রেখেছে তারা। একই সঙ্গে হাসপাতালের সব গেট বন্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।
আহত দুই শিক্ষার্থী হলেন- রুদ্র ও নাইমুর রহমান ইমন। ইন্টার্নি নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, একজন নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্ত করার জেরে বহিরাগতরা দুইজন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছে। স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলার সঙ্গে জড়িত রয়েছে বলে জানান তিনি।
এদিকে মেডিকেল শিক্ষার্থীরা হাসপাতালের সব গেট বন্ধ করে রাখায় হাসপাতালে কোনো রোগী প্রবেশ করতে পারছে না।