
ফাইল ছবি
ধলাই ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট সীমান্ত।
সিলেটের জিন্দাবাজারের বাসিন্দারা জানান, ভূকম্প শুরু হওয়ার পর সবাই বাসাবাড়ি ও অফিস থেকে খোলা স্থানে ছুটে আসেন।