সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় নাসির বিড়িসহ আটক দুই

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় নাসির বিড়ির চালানসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় বিড়িবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জগন্নাথপুর থানার সামনে থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো, সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামের ইমন মিয়া (৩০) এবং বালাগঞ্জের ইলাশপুর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ফজলুর রহমান (২৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে থানার সামনে একটি প্রাইভেটকারকে সিগনাল দেয় পুলিশ। এসময় প্রাইভেটকারটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে গিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। পরে পুলিশ গাড়ি তল্লাশি করে দুই লাখ দশ হাজার পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করে। একই সাথে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসাইন মনির।