সুনামগঞ্জের তাহিরপুরে মঙ্গলবার দুপুরে পিকআপচাপায় এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপের দুই হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহত শিউলি রাণী রায় উপজেলার বাদাঘাট ইউপির গড়কাটি গ্রামের প্রদীপ চন্দ্র রায়ের মেয়ে। সে গড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বাদাঘাট পুলিশ ফাড়ির এএসআই মনিরুল ইসলাম জানান, নিহত শিউলি রাণী রায়ের পরীক্ষা ছিল। সে কলম কিনতে স্কুলের পাশের দোকানে যাওয়ার সময় দ্রুতগতির পিকআপটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিউলি। মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।