ধলাই ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে যুবলীগ নেতা জীবন দাস হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি।
গ্রেফতাররা হলেন- ওই উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. ওয়াহিদ মিয়া, ধাইপুরের মো. লকোজ মিয়া।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
সিআইডি’র সুনামগঞ্জ জোনের ইন্সস্পেক্টর মো. আশরাফ জানান, ২৪ মে সন্ধ্যায় জীবন দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কুলজ্ঞ গ্রামের রাজন মিয়া। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৯ দিন পর বিবিয়ানা নদীতে জীবন দাসের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় ৪ জুন রাজন মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই লিটন দাস।
মো. আশরাফ আরো জানান, আগস্টে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই এলাকার মনির হোসেনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে দুই মূল পরিকল্পনাকারী ওয়াহিদ মিয়া ও লকোজ মিয়ার নাম জানান। তবে প্রধান আসামি রাজন মিয়া হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।