সুস্থ আছেন হানিফ সংকেত, গুজবে কান না দেয়ার আহ্বান

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

ধলাই ডেস্ক: রাতে গুজব রটেছে, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যু হয়েছে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তোলপাড়। তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা দুশ্চিন্তায় পড়ে যান এই ব্যক্তিত্বকে নিয়ে।

তবে বিষয়টি যে গুজব, তার সত্যতা জানিয়েছেন হানিফ সংকেত নিজেই। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যদি মরেই যেতাম তাহলে আপনার সঙ্গে কথা বলছি কীভাবে? আমি মরিনি। বেঁচে আছি।

এমন গুজব ছড়ানোর কারণ কী হতে পারে- জানতে চাইলে তিনি বলেন ‘গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন। এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না।

কথোপকথনের সময় হানিফ সংকেত নিজের সুস্থতার কথাও নিশ্চিত করেন। সেই সঙ্গে সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি।

মূলত, সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হানিফ সংকেতের খালাতো ভাই নুরুজ্জামান বাচ্চু। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।