ধলাই ডেস্ক: বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে।
এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ মিস্ত্রীপাড়ার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- A01012228।
জানা গেছে, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩০৫ জন রয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।