ডেস্ক রিপোর্ট: মালদ্বীপে অনুষ্ঠিতব্য ফোর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট অন অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস- এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১ ও ২ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে এ সামিট অনুষ্ঠিত হবে।
স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফরশেষে আগামী ৩ সেপ্টেম্বর স্পিকার দেশে ফিরবেন।