হবিগঞ্জে অর্ধশত স্থাপনা উচ্ছেদ!

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে সদর ইউএনও মো. সাখাওয়াত হোসেন রুবেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

ইউএনও সাখাওয়াত হোসেন রুবেল বলেন, এক শ্রেণির আসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ড্রেন, খাল ও পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করছিল। ফলে সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসন ও দখলমুক্ত করতেই এ অভিযান চালানো হয়।