
ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে রোডের প্রবেশমুখ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের মতলিব উলার ছেলে অটোচালক মো. আদর মিয়া, চুনারুঘাটের গোবরখলা গ্রামের আব্দুস সহিদের ছেলে ফারুক মিয়া ও একই গ্রামের ছুরত আলীর ছেলে রুহেল মিয়া।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি শেখ মো. নাজমুল হক জানান, আটকরা চুনারুঘাটসহ জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এ সময় তাদের কাছ থেকে ৩৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, আটকৃকতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।