
প্রতিকী ছবি
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুরে পরিবারের সদস্যদের নির্যাতনের দায়ে এক নেশাগ্রস্ত যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে এ রায় দেন ইউএনও তাসনূভা নাশতারান। দণ্ডিত পায়েল চৌধুরী উপজেলার আন্দিউড়া গ্রামের ফরহাদ চৌধুরী ছেলে।
ইউএনও জানান, পায়েল নেশাগ্রস্ত হয়ে প্রায় সময় পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করত। এমন অভিযোন দেয় ভুক্তভোগী পরিবার। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর তার অপরাধ প্রমাণিত হওয়ায় তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।