হবিগঞ্জে ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিষাক্ত ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার ভোরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর জুম্মাহাটীর বাসিন্দা মৃত মুন্সিউল্যার ছেলে আবুল মিয়া এবং তার স্ত্রী অযিতননেছা।

প্রতিবেশীরা জানান- নিজেদের জায়গা জমি না থাকায় গত ২০ বছর ধরে গ্রামের মাসুক মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে ঘর বানিয়ে বসবাস করে আসছেন ওই দম্পতি। তাদের কোন সন্তান ছিল না।

শুক্রবার বিকালে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আবুল মিয়া ও উনার স্ত্রী অযিতননেছা।

এ সময় ঘরের সামনে থাকা আম গাছ থেকে ভিমরুলের একটি বাসা ভেঙে পরে তাদের দরজার সামনে। এ সময় ভিমরুলের ঝাঁক আবুল মিয়ার ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকে কামড় দেয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মনির হোসাইন বলেন, একাধিক ভিমরুলের কামড়ের কামড়ে তাদের শরীরে প্রচুর বিষক্রিয়ার সৃষ্টি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে যাওয়ার ছাড়পত্র দেই। কিন্তু তারা যেতে চাননি। রাতে দুইজনই মারা যান।