হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

খেলা ডেস্ক: শনিবারই মোটামুটি জানা হয়ে গিয়েছিল,রোববার হাসপাতাল থেকে ছাড়া পাবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। ডাক্তাররা আগেই জানিয়েছিলেন, চিকিৎসায় আশানুরূপ সাড়া দেয়ার কারণেই সৌরভকে ছাড়পত্র দেয়ার চিন্তা করছেন তারা।

অবশেষে আজ (রোববার) সকালে সৌরভকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন। একই সঙ্গে একগাদা পরামর্শও দিয়েছেন তাকে, যেন এগুলো মেনে চলেন তিনি।

চারদিন পর হাসপাতাল থেকে ছুটি দেয়া হলো বিসিসিআই সভাপতিকে। আজ সকাল ১১টা নাগাদ সৌরভকে অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়। এ সময় চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলি পুরোপুরি বিপদ মুক্ত। আপাতত কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে।

২০২১ সালটা বিপদের মধ্য দিয়ে শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলির। বছরের শুরুতে (২ জানুয়ারি) হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ ধরা পড়ে সেখানকার পরীক্ষা-নীরিক্ষায়।

এনজিওপ্লাস্টির পর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় একটি স্টেন্ট। চারদিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মহারাজ। কিন্তু আবারও গত বুধবার বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। একাধিক পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা বৃহস্পতিবার তার বুকে আরও দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন।

ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবি শেঠী, প্রখ্যাত কার্ডিওলজিস্ট অশ্বিন বালাচাঁদ মেহতা, চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের নেতৃত্বে অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয় সৌরভের হৃদযন্ত্রে।