হিমাচলে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৫০

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলে ভয়াবহ ভূমিধসে গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন। ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে তৃতীয়বারের মতো গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে আরো সাত জনের।

মুখ্যমন্ত্রী সুখভিন্দার সিং সুখু জানিয়েছেন মান্দি জেলার সাম্বাল জেলায় আঘাত হানা ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে। ভয়াবহ এই ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (১৪ আগস্ট) হিমাচলে মন্দির ধসে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে। ভারী বৃষ্টিতে মন্দিরে একাংশ ভেঙে যাওয়ায় এ ঘটনা ঘটে। এ সময়ে অনেক পুণ্যার্থী মন্দিরের ভেতরে উপস্থিত ছিলেন।

হিমাচল প্রদেশে গত ৪৮ ঘণ্টা ধরে একনাগাড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একাধিক জায়গায় ধস দেখা দিয়েছে। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুর্ঘটনার সময় মন্দিরে অন্তত ৫০ জন পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

মন্দির ধসের পড়ার পরই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় জানান, এখন পর্যন্ত উদ্ধার নয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে আরো অনেকে চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। উদ্ধার কাজ চলছে।”

ভারী বৃষ্টির কারণে সমগ্র হিমাচল প্রদেশ জুড়েই নেমেছে ধস। ভারী বৃষ্টির ফলে স্কুল-কলেজ ১৪ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়াও অতি বৃষ্টির কারণে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটকও।

 

সূত্র: এনডিটিভি