ধলাই ডেস্ক: টানা আটদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, দুর্গাপূজায় টানা আটদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও যাত্রী পারাপার চলে।