হোয়াটসঅ্যাপ ডাউন

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

লাইফস্টাইল ডেস্ক: মেসেজিং সার্ভিসেস অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিষেবা যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা মঙ্গলবার সকাল থেকেই সমস্যা নিয়ে রিপোর্ট করা শুরু করেন।

ইতালি ও তুরস্ক থেকেও অন্যান্য সোশাল মিডিয়া ব্যবহার করে অনেকে হোয়াটসঅ্যাপ পরিষেবায় সমস্যার কথা জানাতে থাকেন।

সংস্থাটি আরও জানায়, আধা ঘন্টার মধ্যে ১২ হাজারের বেশি রিপোর্ট পাওয়া গেছে।

এদিকে, সংস্থার তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের প্রায় দুই বিলিয়ন বিশ্বব্যাপী সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। যুক্তরাজ্যেও এটি একটি জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম।

সূত্র: বিবিসি