ডেস্ক রিপোর্ট: ১৩ আরোহী নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি প্লেন নিখোঁজ হয়েছে।
সোমবার (৩ জুন) আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে দুপুর ১২টা ২৫ মিনিটে উড্ডয়নের পর ১টার দিকে প্লেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এএন-৩২ মডেলের প্লেনটিতে আট জন ক্রু ও পাঁচ জন যাত্রী ছিলেন।
এরই মধ্যে, নিখোঁজ প্লেনের সন্ধানে কাজ শুরু করেছে সুখোই-৩০ যুদ্ধবিমান ও বিশেষ অপারেশন উড়োজাহাজ সি-১৩০।