২০২১ সালের জুনেই খুলবে পদ্মাসেতু: সেতুমন্ত্রী

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মাসেতু নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৮৩ শতাংশ। ২০২১ সালের জুন মাসের মধ্যে সেতুটি খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকার প্রদত্ত ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মূল সেতুর সবগুলোর পাইল ড্রাইভিংয়ের কাজ শেষ হয়েছে। সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৩১টি পিয়ারের কাজ শেষ হয়েছে। বাকি ১১টির কাজ চলছে।

পদ্মাসেতু নির্মান প্রকল্পের ঋণ পরিশোধে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি নিয়ে তিনি বলেন, এক শতাংশ সুদে আগামী ৩৫ বছরে এ ঋণ পরিশোধ হবে।