ধলাই ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ঢাকায় ১০২ জন ও ঢাকার বাইরে বিভাগীয় হাসপাতালে ২৫৮ জন।
পূর্ববর্তী ২৪ ঘণ্টায় (২৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা) সারাদেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩৬০ জন। তাদের মধ্যে রাজধানীতে ৮২ জন ও ঢাকার বাইরে ২৭৮ জন।
এ নিয়ে বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ৭০৯ জন। তাদের মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ৬২৯ জন ও ঢাকার বাইরে এক হাজার ৮০ জন।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৭ হাজার ২৬৩ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৫ হাজার ৩২৩ জন।