কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ টাকার ইনজেকশন পাঁচশ টাকায় বিক্রির অভিযোগে জেনেছা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।
রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জেনেসা ফার্মেসিতে ২৫ টাকার ইপিডিন ইনজেকশন ৫০০ টাকায় কেনেন একজন ভোক্তা। এ ঘটনার ভিডিওসহ তার অভিযোগের সূত্র ধরেই অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অনুযায়ী অভিযোগকারী মো. মোক্তার আহম্মদ চৌধুরী জরিমানার ২৫ শতাংশ পেয়েছেন।