৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় সা‌ড়ে ৩ কো‌টি টাকা

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

ধলাই ডেস্ক: গত ৩২ ঘণ্টায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে ৪১ হাজার ২৫১টি পরিবহ‌নের বিপরী‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সা‌ড়ে তিন কো‌টি ৬০ লাখ টাকা।

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেতু‌তে এই টোল আদায় হ‌য়ে‌ছে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছে সেতু কর্তৃপক্ষ।

জানা গে‌ছে, গত ৩২ ঘণ্টায় সেতু‌তে রেকর্ড সংখ‌্যক গা‌ড়ি পরাপার হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ব‌্যক্তিগত গা‌ড়ি বে‌শি ছিল। গত ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দি‌য়ে পারাপার হ‌য়ে‌ছে ৪১ হাজার ২৫১টি যানবাহন। এর ম‌ধ্যে মোটরসাই‌কেলের সংখ‌্যা ছিল ২৭০০। এত‌ে সব মি‌লি‌য়ে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সা‌ড়ে তিন কো‌টি ৬০ লাখ টাকা। এর ম‌ধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি যানবাহনের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, গত ৩২ ঘণ্টায় সেতুতে টোল আদায় হ‌য়ে‌ছে  রেকর্ড পরিমাণ।