৩ চোরাই মোটরসাইকেলসহ আটক ২

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেলসহ মো. শাকিল (২০) ও মো. রাশেদুল ইসলাম (২৯) নামের দুইজন চোরকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এছাড়া উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হচ্ছে- অ্যাপাসি আরটিআর ১৫০ সিসি, ডায়াং ৮০ সিসি ও ফ্রিডম ১০০ সিসি।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, জেলা এনএসআইয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, ডিআইও-১ সাঈদুর রহমান, ডিআইও-২ প্রাণ বন্ধু বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোয়ালন্দ ঘাট থানার গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সানশাইন কলেজিয়েট স্কুলের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেন।

পরবর্তীতে আটককৃত ব্যাক্তির দেয়া তথ্যমতে রাজবাড়ী ও পাবনা সদরে পৃথক দুটি অভিযানে আরো একজন আসামিসহ দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।