৪১ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি ধরা

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ৮ পিস স্বর্ণের বারসহ আলম (২২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক আলম ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন সংবাদে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে চোরাকারবারি আলমকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৯৯৩ গ্রাম। যার বাজার মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা।