ধলাই ডেস্ক: বন্যা কবলিত সুনামগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। চারদিন পর সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে হাসপাতাল, কারাগার, ডিসি অফিস ও সদর থানাসহ শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ এসেছে।
এর আগে, বন্যার কারণে গত বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জের একের পর এক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে থাকে। সোমবার বিদ্যুৎ আসে হাসপাতাল, কারাগার, ডিসি অফিস ও সদর থানা এলাকায়।
জেলা বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদুৎ দেওয়া হয়েছে। আরো এলাকায় দেওয়ার জন্য কাজ করছি। তবে যে এলাকার পানি এখনো নামেনি সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে না।
সুনামগঞ্জে সুরমার পানি সোমবার বিকেল ৫টায় বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।