৫০ বছর বয়স পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৫০ বছর বয়স পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের মন্ত্রণালয়ের সভাকক্ষে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, গত ১৫ দিনে করোনার সংক্রমণ ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই গতিতে করোনা বাড়লে হাসপাতালে জায়গা পাওয়া যাবে না। যার যার প্রয়োজনে মাস্ক পড়তে হবে। এতে করে নিজে এবং তার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

তিনি বলেন, ৫০ বছর বয়স পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হবে। ৭০ লাখ লোককে বুস্টার ডোজ দেওয়ার ক্ষমতা আছে। বর্তমানে ৯ কোটি ৩০ লাখ টিকা হাতে আছে। টিকার কোনো সমস্যা নেই। ৬৯ শতাংশ করোনা উন্নতি হয়েছে, এটা শুধু ঢাকার জরিপে বলা হয়েছে।

সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। টিকাও গ্রহণ করতে হবে। টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে আর মাস্ক পরলে সংক্রমণের ঝুঁকি কমে।