ডেস্ক রিপোর্ট: সব ধরনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে উৎসে কর ৫ শতাংশ কাটা হবে। ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে উৎসে কর কাটা হবে ১০ শতাংশ। চলতি বছরের ১ জুলাই থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী জানান, শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করবে।
সঞ্চয়পত্র মিসইউজ হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠির জন্য এই ব্যবস্থা করা হলেও এটি এখন ধনীদের হাতে চলে গেছে। আমরা সঞ্চয়পত্রের একটা স্বচ্ছতা দাঁড় করাতে চাই। আমরা একটা ডাটাবেজ করব। কারণ, অনেকের একাধিক অ্যাকাউন্ট আছে। ডাটাবেজ করলে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্র কেনার বিষয়টি চিহ্নিত করা যাবে।
মন্ত্রী আরো জানান, এ বছর থেকে রেমিট্যান্স বাড়ানোর জন্য ২ শতাংশ প্রণোদনা সংযুক্ত করা হচ্ছে। যারা জুলাই মাসে টাকা পাঠাবেন তারাও এ প্রণোদনা পাবেন।
সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।