৬ দিনে রেমিট্যান্স এলো ৪ হাজার ৩৬৯ কোটি টাকা

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
ফাইল ছবি

ধলাই ডেস্ক: নতুন বছরের শুরুতে রেমিট্যান্সে অব্যাহত রয়েছে ইতিবাচক ধারা। জানুয়ারির প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৪০ কোটি ৮৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৪ হাজার ৩৬৯ কোটি টাকা। গড়ে প্রতিদিন এসেছে ৬ কোটি ৮০ লাখ ডলার বা ৭২৮ কোটি টাকা করে। এ ধারা অব্যাহত থাকলে পুরো মাসে রেমিট্যান্স ২১০ কোটি ডলার বা ২২ হাজার ৫৫৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এ তথ্য।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ব্যাংকিং চ্যানেলে মোট ৪০৮ দশমিক ৩৮ মিলিয়ন বা ৪০ কোটি ৮৩ লাখ ডলার। সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯৫ দশমিক ২৬ মিলিয়ন বা ৯ কোটি ৫২ লাখ ডলার। এছাড়া আল-আরাফাহ ব্যাংক ২৯ দশমিক ৩২, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ২৫ দশমিক ৭৯ মিলিয়ন ডলার এসেছে।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে দেশে দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। জুলাই-এ ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার আর ডিসেম্বরে প্রায় ১৭০ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, নতুন বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অনেক লোক দেশের বাইরে গেছেন। তারা বৈধ চ্যানেলে (ব্যাংকিং মাধ্যম) টাকা পাঠানো শুরু করলে রেমিট্যান্স আরো বাড়বে।