আন্তর্জাতিক ডেস্ক: সামরিক-কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনার পর ১০ ভারতীয় সেনাকে অবশেষে মুক্তি দিয়েছে চীন। গত সোমবার রাতে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় তাদের আটক করেছিল চীনা বাহিনী।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে দু’জন অফিসারসহ ১০ সেনা বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পার হয়ে নিজ দেশে ফিরেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে বিভিন্ন প্রশ্ন করেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা।
তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও কোন মন্তব্য করেনি ভারত। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ শুধু জানানো হয়েছে, গালওয়ানের সংঘর্ষে আর কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নেই। কিছুক্ষণ পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই কথা বলা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস