ধলাই ডেস্ক: একটি চিতাবাঘের বাচ্চা আটক করা হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত থেকে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শনিবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাবাজার এলাকা থেকে চিতাবাঘের বাচ্চাটি আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, চাঁনপুর বিওপির টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারে-
একটি চিতাবাঘের বাচ্চা উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাবাজার এলাকায় সীমান্তের ওপার থেকে পথ হারিয়ে লোকালয়ে এসেছে। পরে তারা সেখানে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চিতাবাঘের বাচ্চাটিকে আটক করতে সক্ষম হয়।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, চিতাবাঘের বাচ্চাটি পথ হারিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। বনবিভাগের মাধ্যমে মেঘালয় পাহাড়ে চিতাবাঘের বাচ্চাটিকে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।