ধলাই ডেস্ক: দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যে একটি বাঁধের জলাধারে ছবি তুলতে গিয়ে নববিবাহিত এক নারী তার পরিবারের আরও তিন সদস্যের সঙ্গে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। রাজ্য পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তামিলনাডুর পাম্বার নামক একটি বাঁধে ওই পরিবারের মোট ছয় জন বেড়াতে যান। বাঁধের জলাধারে কোমর পানিতে নেমে একে অপরের হাত ধরে সেলফি তোলার চেষ্টা করেন। হঠাৎ একজন হাত পিছলে গভীর পানিতে পরে যান। সঙ্গে আরও তিনজন পানিতে পরলে চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাণ হারানো নববিবাহিতার স্বামী ভাগ্যক্রমে বেঁচে যান। তিনি তার বোনকে বাঁচাতে পারলেও নববধূসহ পরিবারের অপর চার সদস্যকে বাঁচাতে পারেননি। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সেলফি তুলতে গিয়ে প্রাণ হারানোর তালিকায় গোটা বিশ্বে ভারতের অবস্থান সবার উপরে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু জানিয়েছে, রোববার তামিলনাডুতে কৃষ্ণাগিরির বারগুরের নববিবাহিত ওই বর-কনে এবং বরের বোন উথানগারাইয়ে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পাম্বার বাঁধের জলাধারে তাদের আত্মীয়’র সঙ্গে তিন ভাই-বোনও ছিল।