ধলাই ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে ধুনটের নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩৬) ও একই গ্রামের তাজু মন্ডলের ছেলে মিনহাজ মন্ডল (২৭)।
ধুনট থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন জানান, বেলাল হোসেনের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করে তা ঢাকনা দিয়ে রাখে। ওই দুই নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংকের ওপরের ঢাকনা সরিয়ে ভেতরে কাজ করতে নামে। কাজ করার সময় বিষাক্ত গ্যাসে প্রথম মহিদুল পড়ে যায়। তাকে উদ্ধার করতে মিনহাজ এগিয়ে গেলে সেও পড়ে যায়। এরপর স্থানীয় লোকজন সেপটিক ট্যাংক ভেঙে তাদের অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজনই মারা যায়।
ধুনট হাসপাতালের চিকিৎসকরা জানান, তাদের ধারণা বিষাক্ত গ্যাসক্রিয়ায় দুইজনই মারা গেছে।