শ্রীমঙ্গল প্রতিনিধি: বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ রোটারি ক্লাব প্রাঙ্গণে আলির উদ্বোধন করা হয়।
রঙ বেরঙের ফেস্টুন, ব্যানার,সাইকেল ও মোটর সাইকেলসহ র্যালিটি রোটারি ক্লাব প্রাঙ্গণ থেকে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার রোটারি ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক শাহ আরিফ আলী নাসিম বলেন, পোলিও নির্মূলে বিশ্বব্যাপী ভূমিকা রাখছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারিসহ অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল করা সম্ভব। তবে এখনো পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান ও নাইজেরিয়ায় পোলিও রোগী রয়েছে। এইসব দেশ থেকেও পোলিও নির্মূলের প্রচেষ্টা চলছে। ২০০৬ সালে আমরা পোলিও মুক্ত দেশ হিসেবে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে স্বীকৃতি পেয়েছে রোটারি ক্লাব
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্ট সৈয়দ আতিকুল আম্বিয়া, সেক্রেটারি শাহ আরিফ আলী নাসিম, পেয়েছে রোটারিয়ান জামাল উদ্দীন আহমেদ, সিরাজুল ইসলাম চৌধুরী, অবিনাশ আচার্য, মনোয়ার হোসেন মিলন, হুমায়ুন কবির রিপন, নাঈম সারফারাজ, ফেরদৌস আহমেদ প্রমুখ।