অবৈধ স্থাপনা উচ্ছেদে আগারগাঁওয়ে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজধানীর আগারগাঁও-তালতলায় এলাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএনসিসি।

সোমবার আগারগাঁও থেকে তালতলা সড়ক, তালতলা থেকে বিজ্ঞান জাদুঘর সড়ক এবং আগারগাঁও থেকে শ্যামলী সড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মিত প্রায় ১৮০টি দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।