স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের কম্পিউটার শিল্পী গোষ্ঠী তৃণমূল পর্যায় থেকে প্রতিযোগীতার মাধ্যমে মেধাবী, অবহেলিত, সুবিধাবঞ্চিত, প্রতিভাবাবন সংগীত শিল্পী অন্বেষনের লক্ষ্যে ১লা নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ভানুগাছ বাজার বণিক সমিতির কার্যালয়ে কম্পিউটার শিল্পী গোষ্ঠীর আয়োজনে এক মত বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
মো: আনহার আলীর সভাপতিত্বে ও হাছিন আফরোজ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মো: মোশাহীদ আলী, সাবেক কাউন্সিলর, জনাব এ্যাডভোকেট সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বণিক সমিতি, ভানুগাছ বাজার। এ্যাডভোকে মোহাম্মদ আলী, সাজিদুর রহমান সাজু, সাংবাদিক, মো: সালাউদ্দিন, মো: হৃদয়, শ্রীমতি অঞ্জনা সিন্হা, মো: আব্দুস শহীদ, রাসের হাসান বক্ত, মো: খলিলুর রহমান বাদল প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কম্পিউটার শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবি ও সমাজ কর্মী, সাংস্কৃতি প্রেমী ব্যক্তিবর্গ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় কম্পিউটার শিল্পী গোষ্ঠীর ব্যবস্থাপনায় কমগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ মোট ১০টি ভ্যানুতে রেজিষ্ট্রেশন এর মাধ্যমে সংগীত প্রতিযোগীদের নেয়া হবে। প্রতিযোগীতার চূড়ান্ত পর্বে বেরিয়ে আসবে কে হবে কমলগঞ্জ/বা খুঁজছে কাকে কমলগঞ্জ? রেজিষ্ট্রেশন এর তারিখ ও সময় ভ্যানু জানিয়ে দেয়া হবে খুব শীগ্রই। এতে কমলগঞ্জ উপজেলা সর্বস্তরের জনসাধারণ, জন প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কতিমনা সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করা হয়।