স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ৫দিন ব্যাপী ১৫৯ তম স্কাউট ও কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়। রবিবার দুপুর দেড়টায় আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কোর্সের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক।
উপজেলা স্কাউট কমিশনার শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মুক্ত স্কাউট সভাপতি ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন কমলগঞ্জ সদর ইউ.পি চেয়ারম্যান আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা স্কাউটস সম্পাদক ফয়জুর রহমান,কোর্স লিডার বদরুন নাহার (এল.টি), বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। লিডার বেসিক কোর্সে ৬০ জন কাব লিডার অংশ গ্রহন করছেন।