শ্রীমঙ্গর সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স ।
অভিযানকালে কলেজ রোডে অবস্থিত স্বাদ মিষ্টির সৃষ্টিকে ৫ হাজার টাকা, রেবতী হোটেলকে ১ হাজার টাকা, জোড়াপুলের পাশে অবস্থিত মাতৃ সেবা ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উক্ত অভিযানে মিষ্টি ও মিষ্টিজাত খাদ্য পণ্যে পোকা থাকা, দই রাখার পাত্রে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না লেখা, পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।