ধলাই ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকালে ২০১৯-২০ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭ ইউনিয়নের ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মঝে এগুলো বিতরণ করা হয়।
বিতরণকৃত পণ্যের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন মুগ, শীতকালীন মুগ, সরিষা, ভূট্টা, সূর্যমূখী বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার।
তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে সার ও বীজ বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মর্তূজা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে কৃষক, জনপ্রতিনিধি, সমাজসেবক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।