![দিনের ষষ্ঠ স্বর্ণ পেলো বাংলাদেশ](https://dhalairdak24.com/wp-content/uploads/2019/12/4-2.jpg)
ছবি সংগৃহীত
খেলা ডেস্ক: রোববার দিনের ষষ্ঠ ও নিজেদের পঞ্চম স্বর্ণপদক পেলো বাংলাদেশ আরচ্যারী দল।
আরচ্যারীতে নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্টে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এর আগে পুরুষদের দলগত ইভেন্টে ভুটানকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট থেকেও স্বর্ণ পেয়েছে বাংলাদেশ।
নেপালে অনুষ্ঠিত এবারের এসএ গেমস বাংলাদেশের জন্য পুরোপুরি সোনায় মোড়ানো। এখন পর্যন্ত মোট ১৩টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। গত এসএ গেমসে বাংলাদেশ স্বর্ণ জিতেছিল মাত্র ৪টি।